তরুণদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন এস এম আহবাবুর রহমান

তরুণদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন এস এম আহবাবুর রহমান

তরুণদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন এস এম আহবাবুর রহমান


তরুণদের নিয়েই তার কাজ, তাই নেশা এবং পেশা হিসেবে বেছে নিয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনাকে।তিনি তার স্বভাবসূলভ হাসিমুখ আর ব্যক্তিত্বের কারণে জয় করে নিয়েছেন দেশের তরুণদের মন। তিনি ভাবেন কিভাবে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট কে চাকুরীর উপযোগী করে গড়ে তোলা যায়, কিভাবে মানব কে সম্পদে রুপান্তর করা যায়। তার নাম “এস এম আহবাবুর রহমান”। এইচ আর এবং ট্রেনিং প্রফেশনাল এস এম আহবাবুর রহমান বর্তমানে পান্ডুঘর গ্রুপে ডিজিএম – এইচ আর এন্ড এডমিন হিসেবে কর্মরত আছেন।

তিনি দীর্ঘদীন যাবত ফ্রেশারদের ক্যারিয়ার গ্রুমিং নিয়ে কাজ করছেন, পাশাপাশি এইচ আর বিষয়ক বিভিন্ন টপিক এর উপর ট্রেনিং করিয়ে থাকেন। আলোচিত এই এইচআর ব্যক্তিত্ব ইতিমধ্যে দেশের একটি বিশ্ববিদ্যালয় কর্তৃক ভূষিত হয়েছেন “এইচআর গুরু” এ্যাওয়ার্ডে। এর আগে জনাব এসএম আহবাবুর রহমান ডরিন পাওয়ার ,মদিনা গ্রুপ, সুপারস্টার গ্রুপ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিঃ এবং পলমল গ্রুপে এইচআরে কাজ করেছেন। এছাড়া তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে মানবসম্পদ উন্নয়নে নিয়মিত কলাম লিখেন বিভিন্ন পত্রিকায় এবং তরুণদের ক্যারিয়ার বিষয়ক টিপস নিয়ে নিয়মিত আলোচনা করেন টেলিভিশন এবং রেডিও’র বিভিন্ন অনুষ্ঠানে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এ এমবিএ করার পর ঢাবি’র আইবিএ থেকে এইচআরএমসি সম্পন্ন করেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এসএম আহবাবুর রহমান দীর্ঘ ১২বছরেরও অধিক সময় যাবত মানব সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ব্যাক্তি জীবনে তিনি বিএসএইচআরএম এর ফেলো মেম্বার, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট – এর উপদেষ্টা, এনএসইউ ইএমবিএ ফোরামের এক্সিকিউটিভ মেম্বার, আইবিএ এমডিপি এলামনাই এ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে যুক্ত রয়েছেন।
ফ্রেশ গ্রেজুয়েটসদের জব মার্কেটের জন্য প্রস্তুত করার লক্ষ্যে তার আয়োজিত “ক্যারিয়ার ডেভেলপমেন্ট” সেশনগুলোর মধ্যে CV Writing, Interview Skills, 360 degree Career Development Program এবং Corporate Etiquette ট্রেনিংগুলু বেশ প্রশংসিত হয়েছে সমসাময়িক সময়ে। সাম্প্রতিক সময়ে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে ATN News এর জনপ্রিয় আয়োজন “Young Nite” এ প্রতিনিধিত্ব করেছেন দেশের মানবসম্পদ পেশাজীবীদের, এছাড়া দৈনিক জনকন্ঠ, শেয়ারবিজে, অর্থনীতির কাগজে প্রকাশিত হয়েছে তার সাক্ষাতকার। আহবাবুর রহমান অংশ নিয়েছেন Peoples Radio ৯১.৬ এফএমের কর্পোরেট কৌতুহলে, City FM ৯৬.০০ এর Run for Dreams শোতে। সবগুলো জায়গাতেই তিনি কথা বলেছেন দেশের মানবসম্পদ পেশাজীবীদের সুখ দু:খের কথা, তার অধিকার আর প্রত্যাশা-প্রাপ্তির কথা। তরুণরা কিভাবে ছাত্রজীবন থেকেই ক্যারিয়ার সচেতন হবেন সে ব্যাপারে ও দিয়েছেন তার মূল্যবান পরামর্শ ও দিকনির্শেনা।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post