ল্যান্ডিং পেজ (Landing Page) কি?
অন্যান্য ওয়েব পেজ থেকে ল্যান্ডিং পেজ কে আলাদা করে প্রধানত এর ফলাফল। এটা মুলত একটা ফোকাস ওয়েব পেজ যেখানে একটা নির্দিষ্ট বিষয়ের ফোকাস থাকে যা শুধুমাত্র আপনার সার্ভিস পেজে ভিজিটর সগ্রহ বা ভিজিটর থেকে সেল বা লিডে কনভার্ট করার কাজে ব্যবহৃত হয়।
এই পেজগুলো কি ধরনের হয় তার ধারনা পেতে themeforest.net এর ল্যান্ডিং পেজ ক্যাটাগরি দেখতে পারেন।
ল্যান্ডিং পেজ এর সংজ্ঞাঃ
আপনার ভিসিটররা আপনার সাইটে যে পেজে ল্যান্ড করবে সহজ কথায় সেটাই আপনার ল্যান্ডিং পেজ। কিন্তু যদি আপনার কোন বিজনেস অফার বা কারও কোন অফার প্রমোশন এর জন্য একটা স্ট্যাটিক এইচটিএমএল পেজ ব্যাবহার করেন তখন সেটা আপনার সাইটের ল্যান্ড পেজ হয় না। সাধারনত সেই পেজ থেকে আপনি ভিজিটরের পছন্দ অনুযায়ী তাকে বিভিন্ন অফার পেজে সরাসরি পাঠিয়ে দেন বা কোন ফর্ম পূরণ করানোর মাধ্যমে তার পছন্দের অফার বা সার্ভিস জেনে নেন অথবা ঐ অফারে তাকে রেজিস্ট্রেশান করান।
আবার এইধরনের এইচটিএমএল ল্যান্ডিং পেজ আপনি তখনো ব্যাবহার করে থাকেন যখন আপনি কোন কেম্পেইন এর মাধ্যমে একেবারে সুচারুভাবে লিড সংগ্রহ করে থাকেন। তখন এই পেজের কাজ হয় একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে ভিজিটর কতটা আগ্রহী বা অবগত তা যাচাই এবং তার আগ্রহ যথেষ্ট হলে তাকে লিড হিসেবে সগ্রহ করা।
এককথায় ল্যান্ডিং পেজ হচ্ছে যেখানে আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারকে পাঠান এবং আগ্রহী করে তুলে তাকে সেই অফারে রেজিস্ট্রেশান করান বা প্রডাক্ট ক্রয় করান। বেশি রেজিস্ট্রেশান বা সেল নির্দেশ করে বেশি কনভার্সন।
সংবাদ ;সংগৃহীত
Tags:
Help Line