ছেলে না মেয়ে, কাদের ‘ব্রেন’ বেশি কাজ করে! আন্তর্জাতিক গবেষণায় উঠে এল চমকপ্রদ উত্তর

ছেলে না মেয়ে, কাদের ‘ব্রেন’ বেশি কাজ করে! আন্তর্জাতিক গবেষণায় উঠে এল চমকপ্রদ উত্তর


ছেলে না মেয়ে, কাদের ‘ব্রেন’ বেশি কাজ করে! আন্তর্জাতিক গবেষণায় উঠে এল চমকপ্রদ উত্তর

বৈজ্ঞানিক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে আশ্চর্য তথ্য। যা নিয়ে চিরকালীন এই তর্কে যোগ হতে পারে নতুন মাত্রা।
নারী বনাম পুরুষ। এ লড়াই চিরকালের। কারা কোন দিক দিয়ে টেক্কা দেবে পরস্পরকে এ নিয়ে চায়ের পেয়ালায় যতই তুফান উঠুক, নিষ্পত্তি প্রায় অসম্ভব। তবে বৈজ্ঞানিক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে আশ্চর্য তথ্য। যা নিয়ে এই তর্কে যোগ হতে পারে নতুন মাত্রা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে, নিউজিল্যান্ডের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ে নিউরোলজিস্টদের
একটি দল গবেষণা করেছে পুরুষ ও নারীর মস্তিষ্ক নিয়ে। গবেষণার ফলাফল বলছে, ছেলেদের মস্তিষ্ক মেয়েদের তুলনায় আকারে অনেক বড়। স্বাভাবিক ভাবেই মেয়েদের মস্তিষ্কের তুলনায় ছেলেদের ‘ব্রেন সেল’-এর সংখ্যা বেশি।
কিন্তু ঘটনা হল, মেয়েরা মস্তিষ্কের ব্যবহারে অনেক বেশি দক্ষ। ‘রিজনিং’ ও ‘নিউরন’-এর মধ্যে যোগাযোগ সাধনে অনেক বেশি নিপুণ তারা। ফলে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
বিষয়টি নিয়ে নানা রকম ভাবে খুঁটিয়ে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। কেন ছেলেদের মস্তিষ্কের আকার বড় হওয়া সত্ত্বেও মেয়েদের তুলনায় তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় পিছিয়ে, এই নিয়ে গবেষণা করছেন তাঁরা।
গবেষণায় তাঁরা লক্ষ করেছেন, মস্তিষ্কের যে অংশে আবেগ ও স্মৃতির মধ্যে সংযোগ রক্ষিত হয়, সেই অংশটি ছেলেদের বড় হওয়া সত্ত্বেও মেয়েদের ক্ষেত্রে ওই অংশটির ক্ষমতা অনেক বেশি। তাই প্রকৃতিগত ভাবে ছেলেরা বেশি বড় মস্তিষ্ক পাওয়া সত্ত্বেও মেয়েরা তাদের টেক্কা দিয়েছে নিঃসন্দেহে, এমনটাই মত গবেষকদের।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post